
কোনো অনুমতি ছাড়াই এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রায় ১২ মিনিট দেশটির আকাশে অবস্থান করা এই ঘটনার তথ্য নিশ্চিত করেছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ঘটনার পর রাশিয়ার চার্জ দ্য‘আফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেন, এ বছর ইতিমধ্যেই রাশিয়ার বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে চারবার। এবার তিনটি যুদ্ধবিমান একসাথে প্রবেশ করায় পরিস্থিতি আরও উদ্বেগজনক।
শাহনা আরও বলেন, রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী আচরণ ও সীমালঙ্ঘনের কারণে তাদের ওপর দ্রুত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা প্রয়োজন।
উল্লেখ্য, ঘটনার দুই দিন আগে পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোন প্রবেশ করেছিল, যা ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়ার মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করেছিল। এই পরিস্থিতির মাঝেই এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করল রাশিয়ার যুদ্ধবিমান।
আজ শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করার কথা জানিয়েছে।
সূত্র: রয়টার্স