
ইয়েমেনের হুথি সরকার ১৭ জনকে বিদেশি সরকারের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে। শনিবার (২২ নভেম্বর) রাজধানী সানার বিশেষায়িত ফৌজদারি আদালতে এই রায় ঘোষণা করা হয়েছে।
সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, আসামিরা ‘২০২৪-২০২৫ সময়কালে ইয়েমেনের সঙ্গে শত্রুতাপূর্ণ অবস্থায় বিদেশি দেশগুলোর সঙ্গে গুপ্তচরবৃত্তি’ করেছে। দোষীদের মধ্যে থাকা ব্যক্তিরা আমেরিকা, ইসরায়েল ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিল।
আদালত আরও একজন পুরুষ এবং একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। একজন আসামিকে মুক্তি দেওয়া হয়েছে।
সাবা জানিয়েছে, আসামিরা সৌদি আরব, যুক্তরাজ্য ও মার্কিন গোয়েন্দাদের সঙ্গে পাশাপাশি ইসরায়েলের মোসাদের সঙ্গে তথ্য শেয়ার করেছিল। তারা কয়েক ডজন রাষ্ট্রনেতার অবস্থান ও গতিবিধি, পাশাপাশি ক্ষেপণাস্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল। তাদের তথ্যের কারণে বহু সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থানে হামলা চালানো হয়, যা কয়েক ডজন মানুষের মৃত্যু এবং বিস্তৃত অবকাঠামো ধ্বংসের কারণ হয়েছে।
২০২৩ সালের শেষের দিকে গাজায় ইসরায়েলের আক্রমণের পর হুথিরা গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শন করতে লোহিত সাগরে জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এছাড়া চলতি বছরের শুরুতে ইসরায়েলের একটি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য নিহত হন।