
রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুলের শ্বশুরবাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক রাত ২টা ১০ মিনিটের দিকে বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সামাদের বাড়ির সামনে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির বেলকনির কাছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মাড়িয়া মোড়ের দিকে পালিয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দ ও ধোঁয়ায় মুহূর্তেই পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
হামলার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মূল ফটকের সামনে থেকে একটি পরিত্যক্ত কৌটা উদ্ধার করে, যা বোমার অবশিষ্টাংশ বলে ধারণা করা হচ্ছে। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি, বাড়ির দেয়াল ও আশপাশের এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনাটির পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
এলাকাবাসীর দাবি, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে, যার জেরেই এমন হামলা ঘটতে পারে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনা প্রসঙ্গে জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল বলেন, “এটা একটা রাজনৈতিক হামলা। আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। রাজনীতি হবে মানুষের কল্যাণে, বোমা মেরে রাজনীতি হয় না। আমার শ্বশুরবাড়িতে বোমা হামলা সত্যিই ন্যক্কারজনক। শুধু সেখানে নয়, আমার বাসার সামনেও একটি ব্যাগে ককটেলসদৃশ বোমা পাওয়া গেছে।”
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”