.jpg)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে ছাত্ররাজনীতি পুনরায় চালুর উদ্যোগকে ‘জুলাই বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে তারা হলভিত্তিক ছাত্ররাজনীতির তীব্র প্রতিবাদ জানান।
২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী সজিব বলেন, জুলাই আন্দোলনের সময় বলা হয়েছিল, হলগুলোতে কোনো রাজনৈতিক কমিটি থাকবে না। কিন্তু এখন ছাত্রদল হলে হলে কমিটি দিচ্ছে এটা আন্দোলনের স্পষ্ট অবমাননা। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, এ ধরনের কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।
আরেক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র ডাকসু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব পেতে চায়, কোনো রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় নয়। ৫ আগস্টের পর প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। যারা ভাবছেন ক্ষমতায় এসে হলে প্রভাব বিস্তার করবেন, তারা ভুল করছেন। এর দায় তাদেরকেই নিতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি এখন চুপ থাকেন, তবে ভবিষ্যতে রাজনীতির চাপে আপনারা জিম্মি হয়ে পড়বেন। এখনই একসঙ্গে রুখে দাঁড়ানোর সময়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হল-ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে একত্রিত থাকার আহ্বান জানান।