
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবনের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিবেদনের সময় পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ড সংরক্ষিত একটি গোডাউন ছিল। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে হঠাৎ সেখানে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট ৭টা ৭ মিনিটে ঘটনাস্থলের দিকে রওনা হয়। যানজটের কারণে ৭টা ২২ মিনিটে তারা পৌঁছাতে সক্ষম হন এবং অবিলম্বে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা দেয়। কয়েক মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষ তীব্র আতঙ্কে তাড়াহুড়ো করে নিচে নামেন।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যাচাই করছেন ভেতরে কেউ আটকা পড়েছে কি না। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।