
রাজধানীর শাহবাগ থানা এলাকায় বৃহস্পতিবার রাতে পৃথক তিনটি স্থানে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাগুলো রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১২টার মধ্যে ঘটেছে। তবে মরদেহগুলোর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানিয়েছেন, প্রথম ঘটনায় রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ড থেকে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
এরপর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আনুমানিক বয়স ৪০ বছর। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেষ ঘটনাটি ঘটে রাত পৌনে ১২টার দিকে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। তার বয়সও আনুমানিক ৪০ বছর। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, তিনজনের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহগুলো ঢামেক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
এসআই ইলিয়াস কবির, গোলাম রসূল পারভেজ এবং মো. একরামুল হক তিনটি ঘটনাতেই উপস্থিত ছিলেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেও নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ বর্তমানে প্রযুক্তির সাহায্যে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।