
নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা মেহেদী হাসান শাহীনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (২১ জুলাই) গভীর রাতে সদর উপজেলার দাপা ইদ্রাকপুর এলাকার সাহারা সিটি মাঠ সংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে।
শাহীন (৪০) ফতুল্লার দাপা ইদ্রাকপুরের বাসিন্দা এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের একটি ঘটনার পর থেকেই শাহীন আত্মগোপনে ছিলেন। এরপর তিনি ফতুল্লারই একটি বহুতল ভবনের ফ্ল্যাটে তার দ্বিতীয় স্ত্রীর আশ্রয়ে ছিলেন বলে জানা যায়। খবর পেয়ে ছাত্রদল নেতাকর্মীরা ওই ভবন ঘিরে ফেলেন। টের পেয়ে শাহীন পাশের আরেকটি ফ্ল্যাটে গিয়ে লুকান এবং তার স্ত্রী বাইরে থেকে দরজায় তালা দিয়ে দেন।
তবে ছাত্রদল কর্মীরা বিষয়টি বুঝতে পেরে তালা ভেঙে ভিতরে ঢুকে তাকে বাথরুম থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “শাহীন ফতুল্লায় সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইয়াসিন, পারভেজসহ একাধিক হত্যাকাণ্ডে অভিযুক্ত। তার বিরুদ্ধে আমাদের থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।”