
উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি-২০২৬) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. নাসির উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন খোকন, প্রেসক্লাবের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সাইদুল হক মুরাদ, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন লিটন, সাবেক সভাপতি রফিক সাদী প্রমুখ।
অনুষ্ঠানে মডেল মৎস্য গ্রাম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামে ১৫০ জন জেলের মাঝে জাল, প্লুট, রশি, পোড়া মাটির চাকা (সিনকার) বিতরণ করা হয়। এতে প্রতি ৩ জন জেলের একটি গ্রুপকে দেওয়া হয় ১ হাজার ৬৮০ ফুট জাল, ৩ হাজার ৩৬০ ফুট রশি, প্লুট ৮০টি ও ৮০টি পোড়া মাটির চাকা (সিনকার)।
পুরো প্রক্রিয়াটি মৎস্য অধিদপ্তর ইজিপি টেন্ডারের মাধ্যমে সম্পন্ন করেন। টেন্ডারটি পান রূপগঞ্জ সাইন্টিফিক নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রতি গ্রুপের মূল্য নির্ধারণ করা হয় ৪৩ হাজার টাকা। ৫০টি গ্রুপে ২১ লক্ষ ৫০ হাজার টাকার মৎস্য আহরণের উপকরণ বিতরণ করা হয়।