
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ফজলে রাব্বি সুমন নামে এক তরুণ। বুদ্ধিজীবী কবরস্থানের সামনের সড়কে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
সুমনের বয়স ছিল ২৬ বছর। পেশায় তিনি একটি হার্ডওয়্যারের দোকানের কর্মচারী। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর সাইনবোর্ড এলাকায় বাস করতেন। পারিবারিক ভিজিটে মোহাম্মদপুরে বোনের বাসায় আসার পর ঘটে এই দুঃখজনক ঘটনা।
তার বোন তানিয়া আক্তার জানান, “আজ ১১টার দিকে বুদ্ধিজীবী কবরস্থানের বিপরীত পাশে আমার বাসায় পরিবারসহ বেড়াতে আসে সুমন। আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম, এর মধ্যে সে একটু ঘুরতে বের হয়। পরে খবর পাই তাকে ছুরিকাঘাত করা হয়েছে।”
তিনি আরও বলেন, এক যুবক তার ভাইয়ের কাছে প্রথমে টাকা চায় এবং পরে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সুমন বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায় হামলাকারী। ছুরিকাঘাত হয় তার ডান পায়ের উরুতে।
প্রথমে গুরুতর আহত অবস্থায় সুমনকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।