
গত বছর জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নজরকাড়া পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বর্ষসেরা তালিকায় এবার উইজডেন মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করেছে, যেখানে তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন।
উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি দল বাছাই করতে সব ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে বিচার করা হয়। ওয়েবসাইটটি মোস্তাফিজের ২০২৫ সালের পারফরম্যান্সের প্রসঙ্গে জানিয়েছে, “অন্তত ১৫০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমানের বোলিং গড় ১৮.০৩, যা অন্য কোনো পেসারের কাছাকাছি নেই। এ বছর কোনো পেসার তার মতো ধারাবাহিকভাবে রান নিয়ন্ত্রণ করতে পারেননি, স্ট্রাইক রেটে কেবল জেসন হোল্ডারই তার চেয়ে সামান্য ভালো ছিলেন। বছরজুড়ে তিনি নিয়মিত উইকেট নিয়েছেন এবং রান আটকে রেখেছেন।”
গত বছরের স্বীকৃত টি-টোয়েন্টিতে মোস্তাফিজ ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন, ওভারপ্রতি মাত্র ৬.৭৮ রান দেন এবং স্ট্রাইক রেট ১৫.৯। বিশেষ মুহূর্ত হিসেবে তাঁর সেরা বোলিং ইনিংস ছিল ১১ রানে ৩ উইকেট। মোট ১৫৬.৫ ওভার বোলিং করেছেন এই টাইগার পেসার।
উইজডেনের বর্ষসেরা একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্ট। দক্ষিণ আফ্রিকা থেকে আছেন দেভাল্ড ব্রেভিস ও ডনোভান ফেরেইরা, আর অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন টিম ডেভিড।
পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার। স্পিন বিভাগে ভারতের বরুণ চক্রবর্তী এবং ত্রিনিদাদ-টোবাগোর সুনীল নারিন থাকছেন।
২০২৫ সালের উইজডেন বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশের পুরো তালিকা:
অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।