
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমপিটিসিএল) জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে এবং ব্যস্ত সময়ে দুই ট্রেনের ব্যবধান কমিয়ে আনা হচ্ছে।
ডিএমপিটিসিএল জানায়, আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি কার্যকর হবে। বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টায়। নতুন সূচি অনুযায়ী, প্রথম ট্রেন ছেড়ে যাবে ভোর ৬টা ৪০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। মতিঝিল থেকে ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত।
এতে করে সকালে ৩০ মিনিট ও রাতে ৩০ মিনিট অতিরিক্ত সময় মেট্রোরেল ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
এছাড়া, ব্যস্ত সময়ে বর্তমানে ট্রেনের ব্যবধান ন্যূনতম ৬ মিনিট থাকলেও, নতুন সূচি অনুযায়ী তা কমিয়ে ৪ মিনিট ১৫ সেকেন্ড করা হচ্ছে।
ডিএমপিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমদ বলেন, “যাত্রী চাহিদা মেটাতে ট্রেনের সংখ্যা ও সময় বাড়ানোর চিন্তা অনেক দিন ধরেই ছিল। লোকবল প্রস্তুত থাকায় এবার তা বাস্তাবায়ন করা সম্ভব হচ্ছে।”
তিনি আরও বলেন, “আগামী শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু হবে। নতুন সূচি কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা এই পরীক্ষামূলক কার্য্ক্রম শুরু করছি। আশা করছি, সবকিছু ঠিকঠিক চললে ডিসেম্বরের মধ্যেই নিয়মিত এই সময়সূচি কার্যকর করা হতে পারে।”
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল চালু হয়। বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল করছে এবং কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান।
বর্তমানে প্রতিদিন গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। গত ৬ আগস্ট সর্বোচ্চ ৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন যাত্রী পরিবহন করা হয়। কর্তৃপক্ষের আশা, নতুন সময়সূচি চালু হলে দৈনিক যাত্রীসংখ্যা ৫ লাখ ছাড়াতে পারে।