
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। একই সময়ে ১,১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় রাজধানী জেলা ও সিটি কর্পোরেশনের বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন—ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণে ১৭৫ জন, ঢাকা বিভাগের বাইরে ৭৬ জন। অন্যান্য বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা: বরিশাল ১৬৩ জন, চট্টগ্রাম ১০৮ জন, খুলনা ১৫৪ জন, ময়মনসিংহ ৮৭ জন, রাজশাহী ৯৮ জন, সিলেট ৮ জন।
গত একদিনে দেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮,৪১০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৭১,৬৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৮৩ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জনের মৃত্যু এবং ৩,২১,১৭৯ জনের ভর্তি হয়েছিল।