.jpg)
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে শুধু ঢাকা মহানগরে ১১২ জন। এছাড়া বরিশাল বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৭০ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনা ও রাজশাহীতে ১৬ জন করে, ময়মনসিংহে ১০ জন এবং সিলেটে ১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭১ জন পুরুষ এবং ৫৯ জন নারী। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩৩ হাজার ৩০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড পাওয়া গেছে।