
জুলাই বিপ্লবকে ঘিরে কোনো ধরনের ‘চেতনার ব্যবসা’ জনগণ কখনোই মেনে নেবে না বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
বৃহস্পতিবার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং কিছু নামধারী বুদ্ধিজীবীর বক্তব্য দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় এখন এটিকে ইতিহাস থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
ইমতিয়াজ আলম অভিযোগ করেন, “বাংলাদেশে বিভিন্ন সময়ে নানা চেতনার ব্যবসা করে দেশকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হয়েছে, যা শেষ পর্যন্ত শাসকদের স্বৈরাচারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জুলাই বিপ্লব নিয়েও যদি কেউ চেতনার ব্যবসা করতে চায়, জনগণ তা প্রত্যাখ্যান করবে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মাধ্যমে জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস রচনা করা প্রয়োজন।
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “শহীদ এবং আহতরাই ছিল এই বিপ্লবের মূল প্রেরণা। তাদের দেখে সাধারণ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।” তিনি সতর্ক করে বলেন, “যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে, তবে ভবিষ্যতে সহস্রাধিক শহীদ ও লক্ষাধিক আহতদের দেশদ্রোহী বা বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করা হতে পারে।”
আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছে। দ্রুত তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।