
জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আবারও প্রশ্ন তুলেছেন ন্যায়বিচার নিয়ে। তিনি বলেছেন, “মাস্টারমাইন্ড পালিয়েছে, কিন্তু তার ‘কসাই’ আমাদের হাতেই, এই কসাই জিয়াউল আহসানের ফাঁসি কবে?” বৃহস্পতিবার ২০ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে স্নিগ্ধ লিখেছেন, ১৬ বছর ধরে শেখ হাসিনা যদি স্বৈরশাসনের মূল নকশাকার হয়ে থাকেন, তাহলে তার প্রধান হাতিয়ার ছিলেন জিয়াউল আহসান। এনটিএমসিতে বসে তিনি নির্ধারণ করতেন কে গুম হবে এবং কার ফোনে আড়িপাতা হবে। স্নিগ্ধের দাবি, হাসিনার দেওয়া প্রতিটি ‘সুপারি’ বা হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেছেন এই জিয়াউল আহসান।
তিনি আরও বলেন, আজ স্বৈরাচারের পতন হয়েছে এবং খুনি হাসিনার ফাঁসির রায় হওয়াকে স্বস্তির বিষয় বলে মনে হলেও এখানেই দায়িত্ব শেষ নয়। স্নিগ্ধের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের আসল সাফল্য নিশ্চিত হবে তখনই, যখন তারা জিয়াউল আহসানের মতো কুখ্যাত অপরাধীর দণ্ড কার্যকর করবে।
পোস্টের শেষ অংশে তিনি সতর্ক করে লিখেছেন, হাসিনার সহযোগীরা এখনো সক্রিয়। তাই মূল অপরাধীকে শাস্তি দিয়ে লেজে বিষ রাখা যাবে না। তার ভাষায়, দেশবাসী শুধু আশ্বাস নয়, জল্লাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করে।