
মিয়ানমারের রাখাইন রাজ্যে টানা কয়েক দিনের সশস্ত্র সংঘর্ষের ঢেউ এসে লেগেছে বাংলাদেশ সীমান্তে। চলমান লড়াইয়ের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১১ জানুয়ারি) সকাল ও দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক এবং তারা সংঘাতে জড়িত সশস্ত্র গোষ্ঠীর সদস্য।
আটক ব্যক্তিরা জানান, রাখাইন সীমান্তে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে তীব্র গোলাগুলি চলছে। সংঘর্ষে টিকে থাকতে না পেরে নাফ নদী পাড়ি দিয়ে তারা হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের ভাষ্য অনুযায়ী, আরাকান আর্মি ড্রোন হামলা ও ভারী অস্ত্রের গোলাবর্ষণ চালাচ্ছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ‘মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জনকে আটক করা হয়েছে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্তে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরসা, আরএসও ও নবী হোসেন গ্রুপের চলমান সংঘাতের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তজুড়ে। এর ফলে টেকনাফের হোয়াইক্যং এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোববার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে।