
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতার জন্য আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি এই তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার অবদান অনন্য। সারাজীবন তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন, কারাভোগ করেছেন, নানা নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, গত দুই দিন ধরে খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকরা গত রাতেই জানান যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
বিএনপি মহাসচিব আরও বলেন, দলের পক্ষ থেকে দেশজুড়ে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন মসজিদে সেই দোয়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, “আজকে আমরা এখানে এই নয়া পল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন।”
দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।