
মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদা বিবেচনায় সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুবিধা শিগগিরই চালু করা হবে। তবে এ সংক্রান্ত নির্দিষ্ট তারিখ ও সময় এখনো চূড়ান্ত হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি গণমাধ্যমে আগামী সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে মার্জারভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে—এমন তথ্য প্রকাশিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংবাদটি সঠিক নয়।
ভুল ও বিভ্রান্তিকর তথ্যের কারণে যাতে কেউ বিভ্রান্ত না হন, সে জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।