
ময়মনসিংহে এক সাধুর চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি সাধু হিসেবে পরিচিত হালিম উদ্দিন আকন্দকে ধরে চুল ও দাড়ি কেটে দিচ্ছেন। ভুক্তভোগী শেষ পর্যন্ত অসহায় হয়ে চিৎকার করেন, আল্লাহ তুই দেহিস।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় চুল-দাড়ি কাটা ও জোরপূর্বক হেনস্থার সঙ্গে জড়িত হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামক সংগঠনের কয়েকজন দায়িত্বশীল এবং স্থানীয় সহযোগীকে আসামি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, ঘটনাটি প্রায় চার মাস আগের। সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়েছে। আমরা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আদালতের মাধ্যমে বিচার চেয়েছেন। ইতিমধ্যেই মামলার তদন্ত শুরু হয়েছে।
ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ (৭০) অভিযোগ করে বলেন, ওই দিন আমি বাজারে গেলে তারা আমাকে জোর করে ধরে আমার চুল ও দাঁড়ি কেটে দিয়েছে। তখন বাজারে লোকজন কম ছিল। আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখনো আল্লাহর কাছে বিচার চাই। তবে পরিবারের পরামর্শে থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে।
ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম। তিনি বলেন, হালিম উদ্দিন কাদেরিয়া নকশবন্দিয়া অনুসারী। তাকে এমনভাবে হেনস্তা করা একেবারেই কাম্য নয়। যারা এসব করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত।