
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে এক স্থানীয় বিএনপি নেতাকে গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয়রা। শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে চর দেশগ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজুল ইসলাম মুনজেল ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
স্থানীয় সূত্র জানায়, ওই নারী প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরেই ‘অপরিচিত একজনের’ আসা-যাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা চলছিল। শুক্রবার গভীর রাতে মুনজেল ওই নারীর ঘরে ঢোকার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখে।
বিএনপি নেতা মুনজেল এবং ওই নারী অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু। তিনি বলেন, প্রবাসী স্বামী ইতোমধ্যে স্ত্রীকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মুনজেল ও ওই নারী একে অপরকে বিয়ে করতে রাজি হয়েছেন এবং সামাজিকভাবে বিষয়টির মীমাংসার চেষ্টা চলছে। দলীয়ভাবেও মুনজেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, অভিযুক্ত দুই পক্ষ বিয়েতে সম্মত হয়েছে, স্থানীয়ভাবে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি আল-মামুন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।