
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে বিশ্বমানের বক্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর নীরবতা প্রশ্ন তুলে বক্তারা বলেন, মানবাধিকারের বিষয়ক তত্ত্ব এবং শিক্ষার সঙ্গে বাস্তবতা মিলছে না।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫-এ বক্তারা এই মন্তব্য করেন।
ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইরফান আহমেদ বলেন, পশ্চিমাদের মানবাধিকার বিষয়ক ধারণা গাজায় কার্যকর হচ্ছে না। এটি কোনো বিশ্বাসঘাতকতা নয়; বরং তারা স্বার্থবিরোধী পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘনে কুণ্ঠা অনুভব করে না।
মালয়েশিয়ার সাবেক শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. মাজলি বিন মালিক যোগ করেন, গাজায় যা ঘটছে, তা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন। অথচ যারা বারবার বিশ্বের কাছে মানবাধিকারের বার্তা দেয়, তারা যেন গাজার বাস্তবতা দেখতেই পারছে না।
বক্তারা আরও মন্তব্য করেন, গাজার পরিস্থিতিতে শক্তিশালী দেশগুলোর নীরবতা আধুনিক বিশ্বের অন্ধকার দিকের প্রতিফলন।
মডারনিটি অ্যান্ড রিলিজিয়ন ইন্টারেকশন অ্যান্ড কন্টেস্টেশন শীর্ষক আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাফি মো. মোস্তফা সঞ্চালনা করেন। এতে অংশ নেন লাহোর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মারইয়াম ওয়াসিফ খান, আরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইয়াসমিন সাইকিয়া, কোরিয়ার কিয়ন হি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অ্যালেক্স গুয়াং লি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েদ নিজার।