
মাদারীপুরের শিবচরে রেললাইনের পাশ থেকে এক কিশোর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যা এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার, ২ অক্টোবর রাতে শিবচরের পাঁচ্চর এলাকায় রেললাইনের পাশে একটি ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত কিশোরের নাম নাজমুল রহমান, বয়স ১৫ বছর। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জিয়াউর রহমানের ছেলে এবং মোকসেদপুর আলিয়া মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, কোনো চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রেললাইনে কাটা পড়ে মারা গেছে।”