
মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
শনিবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার ফেরার বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদরদপ্তর।
সদরদপ্তর জানিয়েছে, বিশ্বের ১৯৬টি সদস্য রাষ্ট্রের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন। বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও উদীয়মান অপরাধ মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় স্থান পায় সাইবার অপরাধ, ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমন, আন্তর্জাতিক স্ক্যাম কেন্দ্র উচ্ছেদ, ইন্টারপোলের আধুনিক পুলিশিং সক্ষমতা বৃদ্ধি এবং নারী পুলিশ নেতৃত্ব গড়ে তোলার বিষয়গুলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে আইজিপি বাহারুল আলম বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য দেন এবং বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও সীমান্ত অতিক্রমকারী অপরাধ দমনে বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও চলমান কার্যক্রম তুলে ধরেন।
পুলিশ সদরদপ্তর আশা করছে, সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা ও কৌশলগত নির্দেশনা দেশের সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।