
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার আগে থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার সময় ভবনে কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
শনিবার (২ আগস্ট) দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান।
তিনি বলেন, “ভবনের নিচতলা ও চারতলা সহ বিভিন্ন ফ্লোরে অনেক লোক ছিল। বারবার অনুরোধ করার পরও তারা বের হতে চাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের বের করে আনতে হয়েছে। ভবনের লোকজনের কারণে কাজ ব্যাহত হচ্ছিল। আমরা যদি সঠিক সময়ে কাজ শুরু না করতে পারি, তাহলে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে। তবে নানা সংস্থার সহায়তায় বিপজ্জনক এই আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।”
ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা দুইটি দোকানের শাটার খুলেই আগুন পেয়েছি। ঠিক কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তদন্ত ছাড়া এখনই বলা সম্ভব নয়।”
আগুনের উৎস সম্পর্কে কাজী নজমুজ্জামান জানান, “ভবনের কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। তিন বছর আগেই এই ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। বিদ্যুৎ লাইনগুলো এলোমেলো ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়, যা আগুন নিয়ন্ত্রণে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়।”