
নোয়াখালী পৌর এলাকার দুটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাণ কম দেওয়ার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শাস্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো— দত্তেরহাটের পায়রা ফিলিং স্টেশন ও সোনাপুর ফিলিং স্টেশন।
বুধবার (১৩ আগস্ট) বিকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সহযোগিতায় চারটি ফিলিং স্টেশনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান ও কাউসারী আক্তার।
বিএসটিআই নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক শেখ মাসুম বিল্লাহ জানান, পরিমাপক পাত্রে পরীক্ষা করে দেখা যায়, পায়রা ফিলিং স্টেশন ১০ লিটারে ৬০ মিলিলিটার এবং সোনাপুর ফিলিং স্টেশন ১০ লিটারে ১০০ মিলিলিটার কম তেল দিচ্ছে। এ অপরাধে পায়রা ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা এবং সোনাপুর ফিলিং স্টেশনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও অংশ নেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী জিল্লুর রহমান। তিনি জানান, একই অভিযানে শহরের মাইজদী এলাকার সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে অবস্থিত মেসার্স আবদুল হক ও সাজ্জাদ ফিলিং স্টেশনেও পরিদর্শন চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান বলেন, “দুটি ফিলিং স্টেশনের কারচুপি হাতে-নাতে ধরা পড়েছে। দায়িত্বরতরা অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তাই কেবল অর্থদণ্ড দেওয়া হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে আর এ ধরনের অনৈতিক কাজ করবেন না।”