
দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ভেনেজুয়েলা এবং দেশটির আশপাশের পুরো আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন। টানটান পরিস্থিতির মধ্যেই এ নির্দেশ জারি হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বার্তায় ট্রাম্প এয়ারলাইন্স, পাইলটদের পাশাপাশি মাদক ও মানব পাচারকারীদের ওই আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান। মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টি করতে নতুন এই কড়া সতর্কতা দেন তিনি।
এর আগে ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছিলেন, মাদক পাচার ঠেকাতে ভেনেজুয়েলায় স্থল অভিযানে নামতে পারে যুক্তরাষ্ট্র। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে ধারাবাহিকভাবে নৌবাহিনীর অভিযান চালিয়ে আসছে ওয়াশিংটন, যার ফলে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ২৩ নভেম্বর চারজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, খুব শিগগিরই ভেনেজুয়েলায় নতুন ধাপের সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বে ভেনেজুয়েলা অবৈধ মাদক সরবরাহে জড়িত, যা যুক্তরাষ্ট্রে বহু প্রাণহানির কারণ হয়েছে। তবে মাদুরো সব অভিযোগ অস্বীকার করেন।
রয়টার্সকে দুজন মার্কিন কর্মকর্তা আরও জানান, বিবেচনাধীন পরিকল্পনাগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর বিকল্পও আছে। যদিও যুক্তরাষ্ট্র একে ‘মাদকবিরোধী অভিযান’ বলে উল্লেখ করছে, বিশ্লেষকদের মতে মূল লক্ষ্য মাদুরোকে ক্ষমতাচ্যুত করা।
অন্যদিকে, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেন, ট্রাম্প তার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করছেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন প্রয়াস প্রতিহত করবে।