
জাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে সোমবার রাত গভীর সময়ে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি দেখা দিয়েছে। এই তথ্য জানিয়েছে জাপান নিউজ।
স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আওমোরি, ইওয়া এবং হোক্কাইডোর উপকূলীয় এলাকাগুলোতে সুনামির প্রভাব অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার দূরে পূর্ব-উত্তর-পূর্ব দিকে ঘটেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট ১১ সেকেন্ডে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৩.১ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জেএমএ জানিয়েছে, এই ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় প্রাথমিকভাবে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। সংস্থাটি আরও সতর্ক করে জানিয়েছে, এই ধরনের ভূমিকম্পের পর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে আওমোরি থেকে ইওয়া পর্যন্ত বন্দর এলাকায় সুনামির প্রভাব পড়তে পারে। তবে ভূমিকম্পের তৎক্ষণিক ফলাফল হিসেবে কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।