
আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা কমপক্ষে ৮০০-এ পৌঁছেছে। এছাড়া আঘাতপ্রাপ্ত হয়েছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশের কুনার প্রদেশে।
রোববার গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পে ধ্বংসস্তূপে বহু মানুষ চাপা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশু, নারী ও প্রবীণরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বাইরের সহায়তা না এলে তাদের উদ্ধার করা সম্ভব নয়।
সোমবার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানের সরকারি মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে নিহত ও আহতের পরিসংখ্যান নিশ্চিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, উদ্ধার কাজ চলমান এবং মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “পূর্ব আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত।”
এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও টুইট করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “আফগানিস্তানের মানুষের পাশে আছি। নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”