
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা-১৭ আসনে আজ বিকেলে ভাষানটেক এলাকার বিআরপি মাঠে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে মুফতি মাওলানা আবুল কালাম আজাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার উদ্বোধন করা হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে মঞ্চে পৌঁছান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঞ্চে আসার পর দলের নেতা-কর্মীরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘ভোট দিব কীসে, ধানের শীষে’ ও ‘লাগারে লাগা, ধান লাগা’ স্লোগান দিতে থাকে।
রাতের দিকে মঞ্চ থেকেই দেশের নাগরিকদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কামাল মাহমুদ।
এদিকে জনসভা শুরু হওয়ার আগে থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে পৌঁছাতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাষানটেকের বিআরপি মাঠ সম্পূর্ণভাবে নেতাকর্মী ও সমর্থক দ্বারা পূর্ণ হয়ে ওঠে।
সভাস্থলে হলুদ টুপি পরা, ধানের শীষের প্রতীকযুক্ত গেঞ্জি, দলের ব্যানার ও ফেস্টুনসহ চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোশাকে উপস্থিত ছিলেন নেতা-কর্মীরা। স্লোগান ও উচ্ছ্বাসে জনসভাস্থল মুখর হয়ে ওঠে।
সূত্র মতে, সাত জেলায় সমাবেশ শেষ করে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান।