
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে ট্রলারটি আটক করা হয়।
নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী সুন্দরবনের উপকূলে ফেয়ারওয়ে বয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এফবি পারমিতা নামের ফিশিং ট্রলারসহ জেলেদের আটক করে। রোববার (৩ আগস্ট) বিকেলে আটককৃতদের বাগেরহাটের দিগরাজে মোংলা নৌঘাঁটিতে আনা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, আটক ট্রলারে ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া গেছে। এসব মাছ নিলামে বিক্রি করা হবে এবং ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে। আটক জেলেরা সবাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগোনা জেলার বাসিন্দা।
এর আগে গত ১৪ জুলাই একই এলাকায় অভিযান চালিয়ে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডী নামের আরও দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “থানায় হস্তান্তরের পর সমুদ্রসীমা আইন লঙ্ঘনের অভিযোগে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”