
ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের “বাংলাদেশ-ভারত সীমান্তে কোনও বেড়া থাকবে না” মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল নেতা এই মন্তব্যকে ভণ্ডামি হিসেবে আখ্যায়িত করেছেন।
নদীয়া জেলার রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সম্প্রতি এক সভায় বলেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করলে ভারত–বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া সরিয়ে দেওয়া হবে।
এর জবাবে ফেসবুকে পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “জগন্নাথ সরকারের এই বক্তব্য বিজেপির ভণ্ডামিকে নতুন গভীরতায় নামিয়ে এনেছে।” তিনি আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশ এক হয়ে যাবে বলে প্রকাশ্যে ঘোষণার পরেও তারা পশ্চিমবঙ্গ সরকারের সীমান্ত সুরক্ষা নিয়ে অভিযোগ করে।
অভিষেক লিখেছেন, “অন্যদিকে বিজেপি সরকার—যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আছেন—অভিযোগ করে যে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত রক্ষার জন্য জমি দেয় না, অথচ তাদের সাংসদই সীমান্ত মুছে দিতে চাচ্ছেন।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি সত্যিই বিজেপি জাতীয় ঐক্যের প্রতি বিশ্বাসী হয়, তাহলে অবিলম্বে জগন্নাথ সরকারকে দল থেকে বরখাস্ত করা উচিত। নীরবতা প্রমাণ করবে, দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতে এই মন্তব্য করা হয়েছে। এটা দেশপ্রেম নয়; প্রতারণা।”
তৃণমূলের এই নেতা বলেন, “পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত ও অপমান করার বিজেপির নতুন রাজনীতি ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতার সংমিশ্রণ।”
জগন্নাথ সরকারের বক্তব্যের একটি ভিডিও চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তিনি বলেন, “আমরা এই পবিত্র অঙ্গীকার করছি, এবার বিজেপি জিতলে ভারত-বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া থাকবে না। দুই দেশ আবার এক হয়ে যাবে।”
সূত্র: এএফপি