
টানা বর্ষণে ঢাকায় গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা অতি ভারী বৃষ্টির শ্রেণিতে পড়ে। এই বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকাতেই জলাবদ্ধতা দেখা দিয়েছে, জনদুর্ভোগ বেড়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বুধবার (১ অক্টোবর) সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য পূর্বাভাসে জানিয়েছে, ঢাকাসহ আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।
গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিভাগ অনুযায়ী, ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটারকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটারকে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটারকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। সেই হিসাবে ঢাকায় রেকর্ড হওয়া ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত ‘অতি ভারী’ বৃষ্টির পর্যায়ে পড়েছে।
অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দিনের বাকি সময়েও রাজধানীবাসীকে বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হতে পারে।