.png)
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হাতে সহপাঠী রোকনুজ্জামান রোকনের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। এ ঘটনায় তারা মধ্যরাতে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্রশাসনকে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগ এলাকায় বিক্ষোভে নেমে স্লোগানে মুখর হয়ে ওঠেন বুয়েট শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে মিছিল নিয়ে রওনা দিলেও পরিবাগ মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন তারা এবং সেখানেই অবস্থান নেন।
ঘটনার সূত্রপাত রোববার (২৫ আগস্ট), যখন নর্থবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল খাতে সংস্কার দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এরপর নেসকো অফিসের নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন তার কক্ষে বুয়েট শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে ডেকে নেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মাজেদুল, সারোয়ার জামান সাইদি, উপসহকারী প্রকৌশলী লিয়াকত, সাদ্দাম ও গোলাম কিবরিয়া সোহান। অভিযোগ রয়েছে, তারা রোকনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
শিক্ষার্থীরা জানিয়েছে, হামলা ও হুমকিতে জড়িতদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্রকৌশল খাত সংস্কারে কমিশন গঠনের দাবিও তুলে ধরেন তারা। এ দুই দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বুয়েট শিক্ষার্থীরা।
এর আগে, নবম গ্রেডের ইঞ্জিনিয়ার পদে ন্যূনতম বিএসসি ডিগ্রি বাধ্যতামূলকসহ তিন দফা দাবিতে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন বুয়েট শিক্ষার্থীরা।