
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর তার শোকজ প্রক্রিয়া ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় তৈরি হয়েছে। শোকজ নোটিশের সময় পেরিয়ে গেলেও এখনো কোনো জবাব দেননি তিনি।
বৃহস্পতিবার (১৫জানুয়ারি) বিসিবি অনেক চেষ্টা করেও নাজমুলের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়। পরে রাতের সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুল কোনও প্রতিক্রিয়া দেননি। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি এখনও শোকজের জবাব প্রদান করেননি।
মিঠু তখন জানিয়েছিলেন, বিসিবি নির্ধারিত সময়সীমার মধ্যে জবাব না পাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। তিনি বলেন, “তাকে (নাজমুল) তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা তো গঠনতন্ত্রের অধীনে কাজ করি। প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়েছে। এজন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে, তার জবাব দেওয়ার সুযোগ তখন পর্যন্ত।”
নিয়ম অনুযায়ী, শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নাজমুলের শোকজের জবাব দেওয়ার সময়সীমা শেষ হলেও তিনি এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন একজন বিসিবি পরিচালক।
বিষয়টি সামনে আসে গত বুধবার (১৪ জানুয়ারি) ত্রিবার্ষিক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত বিসিবির দোয়া ও মিলাদ মাহফিলের পর। সেখানে নাজমুল ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!”
আরেক প্রশ্নের জবাবে নাজমুল আরও বলেন, “আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।”