
কাতারের দোহায় বিমান হামলার পর এবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইয়েমেন সরকার বুধবার, ১০ সেপ্টেম্বর এ তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় সানা ও আল-জাওফে অন্তত ১১৮ জন আহত হয়েছেন। তবে উদ্ধারকাজ এখনো চলমান থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা করছে।
আগ্রাসনের কারণে সানার আল-তাহরির এলাকার একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে একটি সরকারি স্থাপনাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উদ্ধারকর্মী ও দমকল বাহিনী এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। একই সঙ্গে, বিস্ফোরণ ও বোমাবর্ষণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতেও জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন আল-মাসিরাহ টিভি এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি হামলায় সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র এবং আল-হাজমের স্থানীয় সরকার কমপাউন্ড সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আল-মাসিরাহ আরও জানায়, “ইসরায়েলি হামলায় মোরাল গাইডেন্স সদর দপ্তরে নিহত ও আহতের ঘটনা ঘটেছে, পাশাপাশি একাধিক বাড়িও ধ্বংস হয়েছে।”