
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আখতার আহমেদ বলেন, “এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দেয়, তা নিজের অনুমান বা ব্যক্তিগত দায়বদ্ধতায় বলা হচ্ছে।” তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা হতে পারে এমন খবর প্রকাশিত হয়েছে। কেউ কেউ ভোটের সম্ভাব্য সময় ফেব্রুয়ারি উল্লেখ করেছেন।
ইসি আগামী রোববার তফসিল বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফসিল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন।