
কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর খড়ের দ্বীপে উখিয়া ৬৪ বিজিবির বিশেষ অভিযানে ৪টি অস্ত্র এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।
তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি জি-৩ রাইফেল, ১টি MA-1 (Verient MK2), ১টি LM-16, সঙ্গে ৮টি ম্যাগাজিন এবং মোট ৫০৭ রাউন্ড গুলি (জি-৩ এর ১৯৯ রাউন্ড, MA-1 এর ১২০ রাউন্ড, LM-16 এর ১৮৮ রাউন্ড)।
লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, হ্নীলা বিওপির দায়িত্বাধীন নাফ নদী এলাকায় নদীপথে বিশেষ অভিযান চলাকালীন খড়ের দ্বীপে সন্দেহজনক কয়েকজনের উপস্থিতি ধরা পড়ে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বা চোরাকারবারিরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে লুকানো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান, মাদক বা অবৈধ অস্ত্র কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। উদ্ধারকৃত অস্ত্রসমূহ সম্ভবত সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী চোরাকারবারি বা সন্ত্রাসী গোষ্ঠী মাধ্যমে আনা হয়েছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, “নির্বাচনের সময় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও গুলি ঢুকাতে পারে। এজন্য সীমান্তে অভিযান অব্যাহত রাখতে বিজিবিকে অনুরোধ জানাচ্ছি। আজকের অভিযানের জন্য ধন্যবাদ।”
স্থানীয়রা জানিয়েছে, বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকা জরুরি, এবং ভবিষ্যতে যদি সহযোগিতা প্রয়োজন হয়, তারা তা দিতে প্রস্তুত।