
কুমিল্লা-৪ সংসদীয় আসনে প্রার্থিতা পুনর্বহালের আশায় করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আবেদন বুধবার (২১ জানুয়ারি) নামঞ্জুর করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।
বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, প্রার্থিতা ফিরে পাওয়ার দাবিতে গত ১৯ জানুয়ারি রিট দায়ের করেন মঞ্জুরুল আহসান মুন্সী। পরদিন ২০ জানুয়ারি শুনানির জন্য বুধবার দিন ধার্য করা হয়।
শুনানিকালে নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী মো. ফয়েজুল্লাহ ফয়েজ আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সী তার হলফনামায় ঋণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এ কারণে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত আইনসঙ্গত বলে যুক্তি তুলে ধরা হয়।
এ বিষয়ে একই আসনের আরেক প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, “ব্যাংক লুট, ঋণখেলাপিদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ব্যাংক লুট করে কেউ সংসদে যেতে পারবে না।”
তিনি আরও বলেন, “আইনবহির্ভূতভাবে যদি বিএনপির ঋণখেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে?”
এদিকে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী আপিল করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।