
নির্বাচনের উত্তাপ বাড়লেও শান্ত থাকার বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ভোটারদের উদ্দেশে স্পষ্টভাবে বলেন, “যেকোনো ধরনের উসকানিমূলক কথাবার্তা ও কাজকর্ম থেকে বিরত থাকতে হবে।”
একই নির্বাচনী এলাকার অন্যান্য প্রার্থীদের দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের বিধিমালা উপেক্ষা করে কেউ কেউ উসকানিমূলক বক্তব্য ও আচরণে জড়াচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উসকানিমূলক কথাবার্তা বলছেন। আমরা যেন তাদের প্রতিবাদ করি। কিন্তু আমরা কোনো উসকানিতে পা দেব না।”
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন মির্জা আব্বাস।
তিনি আরও বলেন, “আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্ত। তাই আমরা কোনো উসকানিতে পা দেব না।” একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তারা যেন এসব বিষয় খেয়াল রাখেন।”