
লন্ডনে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যাত্রা নিয়ে চলমান আলোচনার মধ্যে হঠাৎ বদলে গেল সময়সূচি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় যাত্রা পিছিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার ৫ ডিসেম্বর সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, কারিগরি সমস্যার কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেদিন ঢাকায় আসতে পারেনি। তার ভাষায়, “কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ আসছে না। আমরা আশা করছি, সব ঠিক থাকলে সেটা আগামীকাল শনিবার পৌঁছাতে পারে।”
মির্জা ফখরুল বলেন, বিমানের উড়াল সময় সম্পূর্ণভাবে নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। তিনি আরও যোগ করেন, “ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ রোববার (৭ ডিসেম্বর) ফ্লাই করবেন।”
এর আগে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর রাত থেকেই খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা চলছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। কিন্তু শুক্রবার সকালে বিএনপি মহাসচিব আনুষ্ঠানিকভাবে জানান, পরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং নতুন সময়সূচি নির্ধারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।