
নওগাঁর মহাদেবপুরে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে চলে গেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে আক্রান্ত হয়েছেন আব্দুল হামিদ, যিনি ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। হামিদ জানিয়েছেন, রাত আনুমানিক ৩টার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে এবং সবাইকে বেঁধে রাখে। এরপর তারা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল ও পোশাকসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, “বিষয়টির তদন্ত চলছে, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রক্রিয়াও চলছে।”