
বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি হ্রাস করে তিনটি আসন চূড়ান্ত করার গেজেট প্রকাশের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি তিন দিনের হরতালসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়াও তারা চারটি আসন পুনঃপ্রতিষ্ঠার দাবি তুলেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে জরুরি সভার পর এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কমিটির কো-কনভেনর এমএ সালাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু, খান মনিরুল ইসলামসহ অন্যান্য নেতা।
প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, রোববার (৭ সেপ্টেম্বর) বাগেরহাটে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) হরতাল ও অবরোধ, জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান এবং মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিলের পাশাপাশি ১০-১১ সেপ্টেম্বর পুনরায় হরতাল অনুষ্ঠিত হবে।
বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ও জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চারটি আসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জেলা বিএনপি নেতা এমএ সালাম।
দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। ৩০ জুলাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশন প্রথমে চারটি আসনের মধ্যে একটি হ্রাস করে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। এর পর থেকে স্থানীয় জনগণ ও সর্বদলীয় সম্মিলিত কমিটি এ সিদ্ধান্তের প্রতিবাদে একের পর এক কর্মসূচি শুরু করে।
বাগেরহাটের নেতারা নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিয়েও চারটি আসন বহাল রাখার দাবি জানিয়েছিলেন। কিন্তু ৪ সেপ্টেম্বর কমিশন সীমানা পরিবর্তন করে তিনটি আসনই জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে।