
সিলেট অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশায় নতুন আশার সঞ্চার হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের পর অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কৃতজ্ঞতার কথা জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও সার্বিক সুবিধার্থে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (ECNEC) বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নাম উল্লেখ করে বিশেষভাবে ধন্যবাদ জানান। স্ট্যাটাসে তিনি লেখেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও তার অনুরোধ এবং সিলেটবাসীর ন্যায্য দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ।
পোস্টে মুশফিকুল ফজল আনসারী অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর তালিকাও তুলে ধরেন। সেগুলো হলোঃ
যানজট নিরসন ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত): ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়কের সিলেট অংশে যানজট নিরসন, সড়ক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি, সিলেট বিভাগের গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট উন্নয়ন প্রকল্প, সিলেট মহানগর এলাকায় পরিবহন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, সুনামগঞ্জ–সিলেট হাওর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ হাওর ও অববাহিকায় নদী সংরক্ষণ, ড্রেজিং ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প।
এসব প্রকল্প দ্রুত ও সঠিকভাবে বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, পানি ব্যবস্থাপনা, কৃষি খাত এবং সার্বিক জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।