
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১২তম আসরের ফাইনালের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা থাকা ম্যাচটি এখন এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে।
রোববার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “ফাইনালের দিন দুপুরে কোনো ম্যাচ নেই, তাই শিরোপা নির্ধারণী ম্যাচটি আগে শুরু করানো হয়েছে। এতে কোনো অসুবিধা হবে না।” উল্লেখ্য, আগে ঘোষিত সূচিতে শুক্রবারের সব সন্ধ্যার ম্যাচ রাত ৭টায় শুরু হতো।
এছাড়া প্লে-অফ পর্বের অন্যান্য তিনটি ম্যাচের প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটরের রিজার্ভ ডে বাতিল করা হয়েছে। তবে ফাইনালের জন্য শনিবার রিজার্ভ ডে কার্যকর থাকবে।
বাকি ম্যাচগুলোর সময়সূচি হলো—
২০ জানুয়ারি (মঙ্গলবার)
এলিমিনেটর (দুপুর ১টা): রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স
প্রথম কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস
২১ জানুয়ারি (বুধবার)
দ্বিতীয় কোয়ালিফায়ার (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল
২৩ জানুয়ারি (শুক্রবার)
ফাইনাল (সন্ধ্যা ৬টা): প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল
ফাইনাল ম্যাচটি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।