
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোবিপ্রবি শাখা। এ সময় শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালীর মাইজদী শহরের নয়া কনভেনশন সেন্টারে “ফ্রেশার্স রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়। এতে ছয় শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নোবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমান সৈকতের সঞ্চালনায় এবং সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনের প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং স্বপ্ন বাস্তবায়নের উপায় নিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী বলেন, “আমাদের প্রথমে পশু থেকে মানুষ হতে হবে। যদি তুমি একজন জ্ঞানসম্পন্ন মানুষ হতে চাও, তাহলে নিজেকে প্রতিদিন চারটি প্রশ্ন করবা - কি, কেন, কখন, কিভাবে? এখানে ভালো-মন্দ সবকিছুই আছে। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা নেবে, নিজেকে ধ্বংস করবে, নাকি নিজেকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে।”
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ছাত্রশিবির ইসলামিক সৌন্দর্যের দিকে ডাকে। এখানে কাউকে জোর করে আনা হয় না, ভালো লাগা থেকেই ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হয়। ছাত্রশিবির মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। আমরা উন্নয়নের (ইমপ্রুভমেন্টের) কাজটা করি। যার পছন্দ হবে, সে আমাদের সঙ্গে যুক্ত হবে। আমাদের অ্যাক্টিভিজম দেখে যদি কারো ভালো লাগে, সে আসতে পারে। এখানে এলে নিজেকে গড়া যায়, একাডেমিক এক্সিলেন্স তৈরি করা যায়, আবার নেটওয়ার্কিং ডেভেলপ করার সুযোগও পাওয়া যায়।”