
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে এবং ভারতের প্রভাব দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "ইসি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে চাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিশ্চিত করেছি, এই ঘোষিত তারিখ যেন পিছিয়ে না যায়; নির্বাচন যেন সময়মতো অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আমরা আজ নির্বাচন কমিশনের কাছে যথাসময়ে ভোট নিশ্চিত করার জন্য অনুরোধ করেছি।"
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতার প্রতি আস্থা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে, "নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে। এখানে ফ্যাসিবাদের অনেক দোসর আছে। নির্বাচন আয়োজন করবে কমিশনই। আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা লক্ষ্য করেছি এবং তা রিপোর্ট করেছি। আঞ্চলিক অফিসগুলো সক্রিয় হলে ১২ ফেব্রুয়ারি ভোট সুন্দরভাবে অনুষ্ঠিত সম্ভব। কমিশনও ক্ষমতা বাড়ানোর কাজ করছে। প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক হয়েছে।"
১২ ফেব্রুয়ারি ভোট নিয়ে আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে বলেছি যাতে ডেট পিছিয়ে না যায়। আজ অনুরোধ করেছি মনোনয়ন আবেদনের তারিখগুলো পুনর্বিবেচনা করা যায় কিনা।"
এনসিপি নেতা আরও জানান, তারা অন্য দলের প্রতীকে ভোট দেবেন না। তিনি বলেন, "আমরা ইলেকটোরাল অ্যালায়েন্স করছি, তবে আমরা শাপলা-কলি প্রতীকে ভোট দেব। অন্য দলকে আহ্বান করব, তাদের স্বকীয়তা ধরে রাখার জন্য। আজ সুযোগ না পেলেও ভবিষ্যতে সুযোগ আসবে।"