
ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আবু তাহের মাঝি (৫২)। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও দুই শিশু জেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনি লঞ্চঘাটের কাছাকাছি মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান।
নিহত আবু তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। আহত দুই শিশু হলেন একই গ্রামের রিদয় (১১) ও মারুফ (১২)।
স্থানীয় সূত্র জানায়, ভোরে আবু তাহের মাঝির নেতৃত্বে তিনজন মাঝি-জেলে নদীতে মাছ ধরতে যান। তখন হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ট্রলারের ভেতরেই ঘটনাস্থলে নিহত হন আবু তাহের। একইসঙ্গে আহত হয় শিশু রিদয় ও মারুফ।