
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় কর্মসূচিতে নামের ক্রম নিয়ে বিরোধের জেরে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক আলোচনা সভায় অংশ নেন। এ সময় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আজাহার, সভাপতি সবুজ, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে আজাহার মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী হাসান জানান, মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।