
আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
ম্যাক্রোঁ লেখেন, “এই মুহূর্তে গাজায় যুদ্ধ থামানো এবং সাধারণ মানুষের জীবন বাঁচানো সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি যুদ্ধবিরতি, সকল বন্দির মুক্তি এবং গাজাবাসীদের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর ওপর জোর দেন।
তার মতে, টেকসই শান্তি নিশ্চিত করতে হলে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজার নিরাপত্তা নিশ্চিত করে এর পুনর্গঠন করতে হবে এবং একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। সেই রাষ্ট্রের টিকে থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণের পাশাপাশি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এই দ্বিমুখী পদক্ষেপই অঞ্চলটির দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এর কোনো বিকল্প নেই।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে ফ্রান্সের জনগণ ঐক্যবদ্ধ, এমন মন্তব্য করে ম্যাক্রোঁ বলেন, শান্তি সম্ভব এটা প্রমাণ করাই আন্তর্জাতিক অংশীদারদের দায়িত্ব। তিনি এ বিষয়ে নিজের অঙ্গীকারের কথা একটি চিঠির মাধ্যমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন।