
দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে ইনোভিশন আয়োজিত এক নির্বাচনী জরিপ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, নির্বাচন বর্তমান পদ্ধতিতে হবে নাকি প্রপোরশনাল রিপ্রেজেন্টেশনে (পিআর) হবে, তা রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিতে হবে। সরকার এতে কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি।
গবেষণা সংস্থা ইনোভিশনের ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপে দেখা গেছে, দেশের ৯৪ শতাংশ মানুষ আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে আগ্রহী।
এই জরিপে অংশ নেন দেশের ৬৪ জেলার মোট ১০ হাজার ৪১৩ জন ভোটার।
ফলাফলে উঠে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে ৭১ শতাংশ মানুষ সন্তুষ্ট। ৯৪ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিতে চান। ৮৬ শতাংশ মানুষ নির্বাচন সময়মতো ফেব্রুয়ারিতে হওয়াকে সমর্থন করেছেন এবং ৭০ শতাংশ মনে করেন বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম।
অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, “এই জরিপই বলে দিচ্ছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। এবং আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ ভোট চায়।”
তিনি আরও বলেন, “নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার হস্তক্ষেপ করবে না।” তার ভাষায়, “সারাদেশে নির্বাচনের ছোঁয়া লেগেছে।”